Sponsored Links
Job Circular

HED Job circular 2020 । স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ

[adToAppearHere]

HED Job circular 2020 সম্প্রতি প্রকাশ হয়েছে। Health Engineering Department কয়েকটি শুন্য পদের বিপরীতে স্থায়ী/ অস্থায়ীভাবে বাংলাদেশীদের নিয়োগ দিবে। পদ গুলার ১৪, ১৬, এবং ২০ তম গ্রেডের। বিজ্ঞাপনে দেয়া শর্তসমূহে নিজকে যোগ্য মনে করলে আবেদন করতে পারেন। যদিও চাকরিটি দ্বিতীয় এবং তৃতীয় শ্রেনীর, তবুও বেতন ভাতা সহ অনেক সূযোগ সুবিধা আছে এই অধিদপ্তরে।

HED Job circular 2020। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ

মোট ৬১ টি পদের বিপরীতে এই  নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শুধুমাত্র বাংলাদেশি নাগরিক এই সারকুলারে আবেদন করতে পারবে। HED Job circular 2020 এ আবেদন করতে বয়সসীমা ১৮ থেকে ২০ এর মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা কোটাধারীদের জন্য বয়স ৩২ প্রযোজ্য। এছাড়াও আবেদন করার জন্য কিছু জেলার নাম সারকুলারে নির্দিষ্ট করে দেয়া হয়েছে। তাই আবেদন করার আগে অবশ্যই সার্কুলারটা ভাল্ভাবে পড়ে নিবেন। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সার্কুলারে আবেদন করতে হলে আরও কিছু শর্তাবলী রয়েছে যেগুলা সার্কুলারের ১-৮ আর্টিকেলে বর্ণনা করা আছে।

HED Job circular 2020 পর্যালোচনা

  • নিয়োগকারী প্রতিষ্ঠানঃ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর
  • মোট পদঃ ৬১
  • গ্রেডঃ ১৪, ১৬, ২০
  • আবেদন শুরুঃ ০৭/১২/২০২০
  • আবেদন শেষঃ ২৭/১২/২০২০
  • পদের নামঃ হিসাব  রক্ষক (৪টি), অফিস সহায়ক  (১১টি), অফিস সহকারী (৫১টি)

HED Job circular 2020

HED Job circular 2020

অফিসিয়াল সাইটঃ http://hed.gov.bd
আবেদন লিংকঃ Apply Here

HED তে আবেদন পদ্ধতি

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এই নিয়োগে  আবেদন করতে চাইলে অনলাইনে করতে হবে। উপরে আবেদনে লিংক দেয়া আছে। আবেদন শেষে টেলিটক মোবাইলের সাহায্যে পরিক্ষার ফি প্রদান করতে হবে। পরিক্ষার ফি সংক্রান্ত  যাবতীয় নির্দেশনা সারকুলারের আর্টিকেল নাম্বার ৯ তে দেয়া  আছে। আবেদনের জন্য ৩০০*৩০০ সাইজের একটি  রঙ্গিন ছবি এবং ৩০০*৮০ সাইজের একটা সিগনেচার লাগবে। শেষ সময়ের জন্য অপেক্ষা  না করে এখনি আবেদন করে  ফেলুন।

আমাদের সাইট All Jobs BD  সকল প্রকার চাকরি সার্কুলার আপডেট  প্রকাশ করে থাকে। বিসিএস সার্কুলার, নন ক্যাডার সার্কুলার, ব্যাংক জব সার্কুলার এবং বিভিন্ন ধরনে  পরীক্ষার রেজাল্ট। এছাড়াও পরীক্ষা সহায়ক সকল প্রকার বই  পাবেন  আমাদের সাইটে।  যেমন বিসিএস প্রিলি বই, বিসিএস রিটেন বই, ব্যাংক প্রিলি ও রিটেন বই,  পাইমারি  শিক্ষক নিয়োগ বই, অডিটর নিয়োগ বই  এবং অন্যান্য চাকরি প্রিপারেশন  বই। তাই  চাকরি বিষয়ক সকল সহয়তা পেতে  All Jobs BD এর সাথেই থাকুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button