BKKB Job Circular 2020 । বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে নিয়োগ

[adToAppearHere]
BKKB Job Circular 2020 প্রকাশ হয়েছে। সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেয়ার জন্য গত মাসের ২১ তারিখে সার্কুলারটি প্রকাশ করা হয়। ৩৩ টি পদে বিভিন্ন গ্রেডে জনবল নিয়োগ করা হবে। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড জনপ্রশাসন মন্ত্রানালয়ের অধীনে একটি প্রতিষ্ঠান। চাকরির ক্ষেত্রে ভাল সুযোগ সুবিধাও রয়েছে। তাই সারকুলারে দেয়া যোগ্যতা অনুসারে সেরা পদে এখনি আবেদন করতে পারেন।
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশে সরকারি চকারির জন্য অনেক প্রতিযোগীতা করতে হয়। তাই প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণী বলে কথা না, কাজের পরিবেশ দেখেও অনেক সময় সিদ্ধান্ত নিতে হয়। শান্তিতে কাজ করতে চাইলে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে চাকরির জন্য আবেদন করতে পারেন। সারকুলারে ১৩, ১৬ ও ১৮ তম গ্রেডের মোট ৩৩ টি পোষ্ট আছে। আবেদন করার পদ্ধতি, আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা সহ যাবতীয় বিষয় দেয়া আছে।
BKKB Job Circular 2020 পর্যালোচনা
- নিয়োগকারী প্রতিষ্ঠানঃ বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের
- অফিসিয়াল সাইটঃ www.bkkb.gov.bd
- আবেদনের শুরু ও শেষ সময়ঃ ০১/১২/২০২০ থেকে ১/১২/২০২০
- মোট পদঃ ৩৩ টি
- আবেদনের বয়সঃ অনূর্ধ্ব ৩০ বছর ( মুক্তিযোদ্ধা কোটাধারীদের ৩২ বছর)
- শিক্ষারগত যোগ্যতাঃ সার্কুলার দেখুন।
- জেলা কোটাঃ সাক্কুলারে দেয়া আছে।
- আবেদন পদ্ধতিঃ অনলাইন
অফিসিয়াল লিংক | www.bkkb.gov.bd |
আবেদনের লিংক | Apply Now |
শর্তাবলি এবং আবেদন পদ্ধতি
আবেদন করতে ইচ্ছুক প্রার্থীগণ http://bkkb.teletalk.com.bd/home.php এই লিঙ্কে ঢুকে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে ১ ডিসেম্বর ২০২০ সকাল দশটা এবং শেষ হবে ৩১ ডিসেম্বর ২০২০ বিকাল পাঁচটা। উক্ত সময়ের মধ্যে আবেদন করে প্রাপ্ত USER ID দিয়ে টেলিটক মোবাইলের মাধ্যমে টাকা জমা দিতে হবে। এসএমএস প্রেরন করার পদ্ধতি সারকুলারে বিস্তারিত দেয়া আছে। শেষ সময়ের জন্য অপেক্ষা না করে এখনি আবেদন করে ফেলুন।
All Jobs BD তে ভিজিট করার জন্য ধন্যবাদ। আমাদের সাইট সকল প্রকার সরকারি সারকুলার আপডেট প্রকাশ করে থাকে। তাই সব ধরনের চাকরির তথ্য পেতে হলে আমাদের সাইট এ চোখ রাখুন নিয়মিত। বিজ্ঞপ্তি ছাড়াও চাকরি সহায়ক বিভিন্ন ধরনের বই ফ্রিতে সরবারহ করে থাকে এই সাইট। যেমন বিসিএস প্রিলি বই, ব্যাংক প্রিলি বই, বিসিএস লিখিত বই, ব্যাংক লিখিত বই সহ যাবতীয় সহায়ক বই।