Sponsored Links
BCS Preparation

Book List For BCS Preparation বিসিএস প্রিপারেশনের জন্য সেরা বইসমূহ

[adToAppearHere]

Book List For BCS Preparation এর  জন্য সেরা বইসমূহ বাছাই করা জরুরি। কেননা বই বাছাই করতে পারলে অল্প সময়ে প্রিপারেশনের নেয়া সহজ হবে। অনেক সময় কি বই পড়বা, এই সিধান্ত নিতে গিয়ে সময় নষ্ট করে ফেলি। বা ভাল বই বাছাই না করতে পারলে অনেক আপ্রয়জনীয় জিনিস পড়ে সময় নষ্ট হতে পারে। নিজের লক্ষ্যে পৌছাতে হলে শুরু থেকেই পরিকল্পনা অনুযায়ী আগাতে হবে।

Book List For BCS Preparation

আমি ধরেই নিলাম আপনি আগামী বিসিএস প্রিলিতে অংশ নিবেন। এখন হাতে সময় আছে মাত্র ৪-৬ মাস। এই কয় মাস আপনাকে বিসিএস প্রিলির জন্য উঠে পড়ে লাগতে হবে। অনেকেই প্রিলি এবং রিটেন একসাথে প্রিপারেশন নিতে চায়। বিষয়টা একেবারে যুক্তিহীন। কারন প্রিলি পরীক্ষার পর যথেষ্ট সময় পাওয়া যায় রিটেন এর প্রিপারেশনের জন্য। তাই এই পুরা সময়টা প্রিলির দিকেই মনযোগ দিতে হবে।

পরীক্ষায় ভাল করতে হলে গাইড বই পড়ার পাশাপাশি বিগত সালের প্রশ্নগুলার সমাধান করা এবং অন্তত বিশটা মডেলটেস্ট দিয়ে নিজকে যাচাই করে নিতে হবে। নিচে সমস্ত বিষয়ের বইয়ের নাম বিস্তারিত দেয়া হল। Book List For BCS Preparation এর মধ্যে কিছু বই আমাদের সাইট All Jobs BD থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর অরিজিনাল বইগুলা রকমারি থেকে বা আপনার পাশের যে কোন লাইব্রেরিতে পাবেন।

Book List For BCS Preparation এর সম্পূর্ণ তালিকা

বাংলা ভাষা ও সাহিত্য

  • বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর
  • বিসিএস প্রিলিমিনারি-বাংলা – প্রফেসরস প্রকাশন
  • সিরিজ-বাংলা (ভাষা ব্যাকরণ ও সাহিত্য) – দুর্মর
  • বিসিএস প্রিলিমিনারি বাংলা (ভাষা ও সাহিত্য) – ওরাকল পাবলিকেশন্স

বাংলা সাহিত্যের জন্য সৌমিত্র শেখর এর বইটি সবার আগে পড়ুন এরপর উপরের লিস্ট থেকে যে কোন একটি গাইড বই ফলো করুন। তবে বিগত সালের প্রশ্নগুলা অবশ্যই সমাধান করতে হবে।

ইংরেজি ভাষা ও সাহিত্য

  • English Tutor By Kabial Noor
  • Miracle BCS Preliminary English Literature By Mohammad Shakawoat Hossen
  • Vocabulary Plus By S. M. Zakir Hussain
  • A Handbook on English Literature By Sharif Hossain Ahmed Chowdhury

ইংরেজি ভাষার জন্য English Tutor বইটিই যথেষ্ট। আর সাহিত্যের জন্য মিরাকল প্রকাশনীর বইটা পড়লেই হবে। তবে ইংরেজি সাহিত্যের জন্য কনফিডেন্স প্রকাশনীর বইটাও দেখতে পারেন।

গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা

  • বিসিএস প্রিলিমিনারি গাণিতিক যুক্তি – ওরাকল
  • অ্যাসিওরেন্স ম্যাথ এমসিকিউ
  • বিসিএস প্রিলি আই কিউ (মানসিক দক্ষতা) – জয়কলি

গাণিতিক যুক্তি এর জন্য ওরাকল বা অ্যাসিওরেন্স প্রকাশনীর যে কোন বই পড়লেই হবে। আর মানসিক দক্ষতার জন্য জয়কলি সিরিজের বইটি আমার কাছে ভাল লেগেছে। এই বইটিতে সকল প্রশ্নের উত্তর ব্যাখ্যা সহ দেয়া আছে, যা অন্য কোন বইয়ে নেই।

কম্পিউটার ও তথ্য-প্রযুক্তি

  • ইজি কম্পিউটার ও তথ্য প্রযুক্তি – ড. মোঃ শাহনেওয়াজ হোসেন
  • কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি – প্রফেসর্স
  • ওরাকল বিসিএস বিজ্ঞান ও প্রযুক্তি

কম্পিউটার ও তথ্য প্রযুক্তির জন্য জর্জ সিরিজের ইজি কম্পিউটার বইটি দেখতে পারেন। সকলেই এই বইটি পড়ার পরামর্শ দেয়। তবে প্রফেসরস সিরিজের বইটিও অনেক ভাল।

বাংলাদেশ বিষয়াবলি

  • সহজ ভাষায় বাংলাদেশের সংবিধান – আরিফ খান
  • সাধারণ জ্ঞান (বাংলাদেশ অংশ) – দুর্মর সিরিজ পাবলিকেশন
  • এমপি থ্রী বাংলাদেশ
  • বেসিক ভিউ ( প্রিলিমিনারি )
  • তথ্য সমৃদ্ধ বাংলাদেশ মানচিত্র

বাংলাদেশের বিষয়াবলীর জন্য বেসিক ভিউ ( প্রিলি ) বইটাই যথেষ্ট। তবে এই বিয়ের নতুন এডিশন বাজারে আসে পরীক্ষার অয়েক মাস আগে। তাই অন্য কোন সিরিজে বই দিয়েই প্রস্তুতি শুরু করতে পারেন। আর সংবিধান অংশের জন্য আরিফ খানের বইটি অবশ্যই পড়বেন।

আন্তর্জাতিক বিষয়াবলি

  • বেসিক ভিউ ( প্রিলিমিনারি )
  • সাধারণ জ্ঞান (আন্তর্জাতিক অংশ) – দুর্মর সিরিজ পাবলিকেশন
  • এমপি থ্রী আন্তর্জাতিক
  • ওরাকল বিসিএস ওয়ার্ল্ড ম্যাপ

আন্তর্জাতিক বিষয়াবলীর জন্যও একই টেকনিক গ্রহন করতে পারেন। যে কোন একটা সিরিজের বই দিয়ে পড়া শুরু করুন। এবং শেষের দিকে বেসিক ভিউ পড়লেই হবে।

ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা

  • ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা – জয়কলি সম্পাদনা পরিষদ
  • অ্যাসিওরেন্স ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন

এই অংশের জন্য নবম দশম শ্রেনীর বোর্ড বইয়ের সাহায্য নিতে পারেন। বিসিএস এর সিলেবাসে যে সকল টপিক আছে, সেগুলা এই বই থেকে পড়তে পারেন। তবে সল্প সময় প্রিপারাশনের জন্য একটা গাইড বই ভালভাবে পড়লে হবে।

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন

  • অ্যাসিওরেন্স ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
  • জয়কলি – নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন থেকে সব প্রশ্ন কমন পাওয়া যায় না। কিন্তু বিগত সালের প্রশ্ন, অন্য সকল চাকরি পরীক্ষায় আসা প্রশ্ন ও একটা গাইড বই ফলো করলে ১০ এর মধ্যে ৭-৮ টা কমন পাওয়া যায়।

Book List For BCS Preparation লম্বা হলেও সবগুলা বই কিনে নিতে পারেন। তা না হলে প্রতিটা পার্ট থেকে অন্তত একটা গাইড বই কনে নিন। তবে গাইড বই পড়ার পাশাপাশি নিয়মিত পত্রিকা পড়া জরুরি। দৈনিক পত্রিকা থেকে যে সব তথ্য পাওয়া যায় তা একটা খাতায় নোট করে পড়লে পরিক্ষার আগে গাইড বইয়ের সাম্প্রতিক তথ্যগুলা মুখস্ত করতে বেগ পেতে হয় না। আশা করি আর্টিকেলটা পড়ে আপনার কাজে আসবে এবং পরিশ্রম করে পরীক্ষায় উত্তীর্ণ হবেন, ধন্যবাদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button