BCS Preliminary Preparation English প্রিলি প্রিপারেশন ইংরেজি
[adToAppearHere]
BCS Preliminary Preparation English এর ক্ষেত্রে ভাল নাম্বার পেতে হলে পরিশ্রম করার কোন বিকল্প নেই। আমাদের আজকের টপিকে ইংরেজিতে ভাল করার টেকনিক নিয়ে আলোচনা করব। বিসিএস প্রিলি পরীক্ষায় ইংরেজিতে ২০০ নাম্বারের মধ্যে ৩৫ মার্কস থাকে ইংরেজিতে। টেকনিক মেনে পড়লে ২৫ এর উপরে নাম্বার পাওয় সম্ভব এই অংশ থেকে।
BCS Preliminary Preparation English
বিসিএস প্রিলিমিনারিতে ইংরেজি অংশের দুইটি পার্ট রয়েছে। সেগুলা হল ইংরেজি ব্যাকরণ ও সাহিত্য। ইংরেজি গ্রামারের অংশে যাদের বেসিক ভাল রয়েছে তার খুব সহজেই নাম্বার তুলতে পারে। তবে যারা একটু দুর্বল, তারাও যদি সিলেবাস ধরে ধরে টেকনিক সহকারে প্রস্তুতি নেয় তাহলে ভাল নাম্বার তোলা সম্ভব। অন্যদিকে ইংরেজি সাহিত্য অংশটা মুখস্ত টাইপের। তাই যত বেশি মুখস্ত করতে পারবেন তত ভাল নাম্বার পাবেন।
বিসিএস প্রিলিমিনারি ইংরেজি ভাষা ও সাহিত্যের টপিক সমূহ
ইংরেজি সাহিত্যের টপিকসমূহ |
- The Old English Period
- The Middle English Period
- The Renaissance
- The Neoclassical Period
- The Romantic Period
- The Victorian Period
- The Modern and The Post Modern Periods
ইংলিশ লিটারেচার এই অংশটি অনেকেই গুরুত্ব দেয় না। সাধারণত পড়তেও চায় না। কিন্তু পরীক্ষার আগে কয়েকটা লেখক সম্পর্কে পড়েই পরীক্ষার হলে যায়। কিন্তু প্রিলিতে টিকতে হলে ইংরেজি অংশটাও ভাল করা জরুরি। যদি সিলেবাস বুঝে পড়া যায়, তাহলে এই অংশ থেকেও চোখ বুজে ১০ নাম্বার পাওয়া সম্ভব।
ইংরেজি ভাষার টপিকসমূহ |
- Parts of Speech
- Phrase & Idioms
- Clauses
- Correction
- Sentence Transformation
- Words
- Composition
- Miscellaneous
ইংরেজির ভাষার জন্য ইংরেজিরতে বেসিক ভাল করার কোন বিকল্প নেই। মূলত যে কোন একটি গ্রামার বই এবং সাথে বিসিএস প্রিলি ইংরেজির ভাষার কোন গাইড বই পড়লেই হবে। তবে বেশি বেশি ভোকাবুলারি প্রকাটিস করতে হবে। ইংরেজির ভাষার সংক্ষিপ্ত সিলেবাস নিচে চোখ বুলিয়ে নিন।
বিসিএস প্রিলিমিনারি ইংরেজি প্রিপারেশন নিবেন কিভাবে
ইংরেজিতে ভাল প্রিপারেশনের জন্য দীর্ঘ সময় দরকার, বিশেষ করে গ্রামার অংশের জন্য। কেননা দুই এক দিনে গ্রামার আয়ত্ত করা সম্ভব না। আবার গ্রামার ভাল জানা থাকলে বেশি পড়াও লাগে না। তাই ভাল একটা গ্রামার বই এখন থেকেই পড়া শুরু করুন। আর পরীক্ষার দুই তিন মাস আগে থেকে যে কোন গাইড বই ফলো করলেই হবে।
অন্যদিকে ইংরেজি সাহিত্য অংশের জন্য বাজারে বেশ কিছু বই আছে। ভাল মানের একটা বই সুন্দরভাবে শেষ করতে হবে। এই অংশটা মূলত মনে থাকে না সহজে। তাই মনে রাখার বিভিন্ন টেকনিক ফলো করতে হবে। আর বিগত সালের প্রশ্নগুলা ভালভাবে মুখস্ত করে পরীক্ষার হলে যেতে হবে।
Preliminary English Preparation এর জন্য কোন বই ফলো করবেন
প্রিলি গ্রামার অংশের জন্য আপনার নিজের পছন্দের যে কোন একটি বই পড়তে থাকুন পরীক্ষার তিন মাস আগ পর্যন্ত। পরীক্ষার তিন মাস আগে থেকে যে কোন একটা গাইড বই কিনে নিন। আমার পছন্দের একটা গাইড বই হল জয়কলি সিরিজে বই। আপানি ওরাকল সিরিজের বইটিও পড়তে পারেন। বিগত সালের প্রশ্নগুলা অবশ্যই ভাল ভাবে সমাধান করে পরীক্ষার হলে যাবেন।
ইংরেজি সাহিত্য অংশের জন্য আগেভাগেই পড়া শুরু করতে হবে। এই অংশের জন্য কনফিডেন্স প্রকাশনীর একটা বই আছে বাজারে, পড়তে পারেন। তবে আমার পছন্দের বই মিরাকল সিরিজের বই। যদিও বইটির কিছু তথ্য অপ্রয়োজনীয়, তবুও অনেক ভাল বইটি। বিশেষ করে মনে রাখার কিছু টেকনিকও দেয়া আছে বইটিতে। আমাদের সাইটে প্রিলি ইংরেজি প্রিপারেশনের বই পাবেন ফ্রিতে। ডাউনলোড করে নিতে পারেন নিচের লিংক থেকে।
বিসিএস প্রিলিমিনারি প্রিপারেশন ইংরেজি সাহিত্য বই | Download |
Preliminary Preparation EnglishGrammer PDF |
Download |
Preliminary English এর জন্য বিশেষ কিছু টিপ্স
- অন্তত ৬ মাস আগে থেকেই প্রিপারেশ শুরু করুন।
- পরীক্ষার খাতায় না জেনে কোন প্রশ্নের উত্তর দিবেন না।
- পরিক্ষার হলে যাবার আগে সকল বিষয় একবার রিভিশন দিয়ে যান।
- বিগত সালে আসা প্রশ্নের সমাধান পুরা মুখস্ত করুন।
- অন্তত বিশটি মডেল টেস্ট দিন মেইন পরীক্ষার আগে।
- নিজের উপর কনফিডেন্স হারাবেন না।
- নিজের দুর্বলতা নিয়ে টেন্সন করবেন না।
- অন্য কারও উত্তর দেখে উত্তর দিবেন না, কারন সে আপনাকে ভুল বলে দিতে পারে।
All Jobs BD তে চাকরি সহায়ক সকল প্রকার বই রয়েছে। চাইলে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন। সকল প্রকার বই যাচাই বাছাই করে শেয়ার করা। সবচেয়ে ভাল হয়ে যদি নতুন এডিশনের বইগুলা কিনে নিতে পারেন। আপনার নিকটস্থ কোন লাইব্রেরি বা অনলাইন শপ যেমন রকমারি থেকেও কিনতে পারেন।