BCS Preliminary Preparation Bangla প্রিলি প্রিপারেশন বাংলা

[adToAppearHere]
BCS Preliminary Preparation Bangla এর জন্য বিভিন্ন ধরনের বই দরকার হবে। সাথে খুব টেকনিক সহকারে প্রিপারেশন নিতে হবে। কেননা শুধু পড়লেই হবে না, তা পরীক্ষার খাতায় প্রয়োগ করাও জরুরি। বিসিএস প্রিলিমিনারির বাংলা সিলেবাস কিভাবে কাভার করবেন এবং কিভাবে পড়া মনে রাখবেন তা নিয়ের আজকে আলোচনা হবে।
BCS Preliminary Preparation Bangla
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় মোট ২০০ নাম্বার থেকে বাংলা অংশে ৩৫ টা প্রশ্ন থাকে। এর মধ্যে বাংলা সাহিত্য থেকে ২০ এবং বাংলা ভাষা থেকে ১৫ টি প্রশ্ন। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে দুই অংশ থেকেই ভাল নাম্বার তোলা জরুরি।
বাংলা সাহিত্যের টপিক সমূহ
বাংলা সাহিত্যের টপিক সমূহকে তিন অংশে ভাগ করা যায়। তার মধ্যে রয়েছে প্রাচীন যুগ, মধ্য যুগ এবং আধুনিক যুগ। এই তিনটি যুগবিভাগ নিয়েই বিস্তাতির নিচে দেয়া হল।
১। প্রাচীন যুগ
- বাঙ্গালি জাতির উদ্ভব
- বাংলা ভাষার উদ্ভব
- বাংলা লিপির উদ্ভব
- চর্যাপদ
২। মধ্য যুগ
- শ্রীকৃষ্ণকীর্তন কাব্য
- বৈষ্ণব পদাবলী
- মঙ্গল কাব্য
- জীবনী সাহিত্য
- অনুবাদ সাহিত্য
- রোমান্সধর্মী সাহিত্য
- নাথ সাহিত্য
- পুঁথি সাহিত্য
- মর্সিয়া সাহিত্য
- শায়ের ও কবিওয়ালা
- লোক সাহিত্য
৩। আধুনিক যুগ
- আধুনিক যুগ ও বাংলা গদ্যের উদ্ভব
- ফোর্ট উইলিয়াম কলেজ ও তার লেখকগণ
- আধুনিক যুগের লেখকগণ
বাংলা ভাষার টপিক সমূহ
বাংলা ভাষার যে সকল অংশ থেকে প্রশ্ন আসে তা হল সন্ধি, সমাস, প্রত্যয়, বাক্য, পদ প্রকরণ, শব্দ, বর্ণ, ধ্বনি, সমার্থক শব্দ ও বিপরীতার্থক শব্দ, বানান ও বাক্য শুদ্ধি, প্রয়োগ ও আপপ্রয়োগ । এছারাও কারক বিভক্তি অংশ সিলেবাসে না থাকলেও এই অংশ থেকে প্রশ্ন আসে।
BCS Preliminary Preparation Bangla কিভাবে নিবেন
বাংলাতে ভাল করতে হলে ব্যাকরণ এবং সাহিত্য উভয় অংশের উপরই জোর দিতে হবে। তবে ব্যকরণ অংশে তুলনামূলকভাবে নাম্বার তোলা সহজ। বাংলা ভাষা অংশের সিলেবাস অনেক বড়। কিন্তু এই অংশ থেকে বিভিন্ন ধরনের কনফিউজড করার মত প্রশ্ন আসে। তাই মনে রাখার বিভিন্ন ধরনের টেকনিক আয়ত্ত করতে হবে। এছাড়াও বিগত সালের প্রশ্ন সমাধান করতে হবে ব্যাখ্যা সহ। এতে করে কনফিডেন্স কিছুটা বাড়বে। বিভিন্ন ফেসবুক গ্রুপ ও অ্যাাপ এ নিয়মিত পরীক্ষা দিতে পারেন সাপ্তাহিক একটা করে। এতে অন্যদের সাথে নিজের প্রস্তুতি কিছুটা ধারনা পাওয়া যাবে। গুগল প্লে স্টোরে Live MCQ নামে একটা অ্যাপ আছে। এই অ্যাপটি পেইড, কিন্তু অনেক ভাল। এছড়াও আরও কিছু ফ্রি অ্যাপ ও আছে, চাইলে যাচাই করে দেখতে পারেন।
বিসিএস প্রিলিমিনারি প্রিপারেশনের জন্য কোন বই ফলো করবেন
যথাযথ বই আপনার প্রিপারেশনকে সহজ করে দিতে পারে। বাজারে অনেক ধরনের বই আছে। একেকটা বই একেক ধরনের। যেমন এমপিথ্রি সিরিজের বই আকারে ছোট ও তথ্য কম, কিন্তু অনেক সাজানো গোছানো। অন্যদিকে ওরাকল সিরিজের বইয়ে এত বেশি তথ্য দেয়া যে পড়তে গেলে বিরক্তি চলে আসবে। তাই নিজেকেই চয়েস করতে হবে আপনি কোন ধরনের বই পড়বেন। যেমন ধরুন আপনার বাংলা সাহিত্যের প্রস্তুতি আগে থেকে কিছুটা নেয়া ছিল, সেক্ষেত্রে আপনি ওরাকল সিরিজের বইটা পড়তে পারেন। কারন নতুন নতুন যে সকল তথ্য পাবেন তা কাজে আসবে। আর বাংলা গ্রামার অংশের জন্য যে কোন একটা গাইড বই এবং নবম দশম শ্রেনীর বাংলা গ্রামার বই পড়তে পারেন। আমাদের সাইটে বাংলা গ্রামারের কয়টা বই শেয়ার করা আছে, ডাউনলোড করে নিতে পারেন নিচের লিংক থেকে। এছড়া রকমারি থেকে সকল প্রকার বই ক্রয় করে নিতে পারেন।
বিসিএস প্রিলিমিনারি প্রিপারেশন বাংলা বই | ডাউনলোড |
বাংলা প্রিপারেশন বিশেষ টিপস
- বাংলা ব্যাকরণ নিয়ে যে সকল গ্রন্থ আছে তা অবশ্যই পড়ে যাবেন পরীক্ষার আগে।
- প্রতিদিন কয়েক ঘন্টা বাংলা প্রস্তুতির জন্য সময় দিন।
- বিগত সালের প্রশ্ন বেশি বেশি সমাধান করুন।
- সব কিছুই পড়তে যাবেন না একবারে। যে সকল টপিক সিলেবাসে আছে সেগুলাই পড়ুন।
- পরীক্ষার খাতায় আন্দাজে কখনই উত্তর দিবেন না। কেননা একটা ভুল উত্তরের জন্য নেগেটিভ ০.৫ পাবে।
- ব্যাকরণের কোন অংশ কঠিন লাগলে এড়িয়ে যান। অযথা সময় নষ্ট করবেন না।
- মূল পরীক্ষায় আগে যে কোন একটা প্রকাশনীর ডাইজেস্ট পড়ুন ।
বিসিএস পরীক্ষার প্রস্তুতির জন্য দরকার কম পক্ষে ৬ মাস থেকে ১ বছর সময়। তাই এখনি লেগে পরুন প্রস্তুতি নিতে। আমাদের সাইট পরীক্ষায় প্রস্তুতির সহায়তায় বিভিন্ন ধরনের বই ফ্রিতে সরবারহ করে থাকে। বইগুলার কোয়ালিটি অনেক ভাল যদিও কিছু কিছু এডিশন একটু পুরাতন। বই ছাড়াও সকল প্রকার চাকরি সার্কুলার প্রকাশ করে থাকে All Jobs BD। চাকরি বিষয়ক সকল প্রকার সহায়তা পেতে আমাদের সাথেই থাকুন।