BCS Preliminary Math Preparation প্রিলি প্রিপারেশন গণিত

[adToAppearHere]
BCS Preliminary Math Preparation এর জন্য অন্য অংশের তুলনায় একটু বেশি পরিশ্রম করতে হবে। বিজ্ঞানের ছাত্ররা অল্প পরিশ্রম করলেই ভাল নাম্বার তুলতে পারে এই অংশে। কিন্তু অন্য বিভাগের ছাত্রছাত্রীদের কাছে অনেক কঠিন নাম্বার তোলা। তাই সঠিক ভাবে গণিত প্রিপারেশন নেয়া জরুরি। আজকেই টপিকে আমারা আলোচনা করব কিভাবে গনিতের প্রিপারেশন নিতে হবে ভাল নাম্বার তোলার জন্য।
BCS Preliminary Math Preparation
বিসিএস প্রিলি গনিত থেকে ত্রিশ মার্কস এর প্রশ্ন আসে। তার মধ্যে সাধারন গণিত ১৫ এবং মানসিক দক্ষতা ১৫ নাম্বারের থাকে। আবার মানসিক দক্ষতার অংশে অর্ধেক প্রশ্নই অংক রিলেটেড হয়, আর কিছু থাকে বিভিন্ন ধরনের চিত্র। তাই প্রথমেই গনিত অংশের দিকে নজর দিতে হবে। আর চিত্রগুলার জন্য বিগত সালের প্রশ্নের ধরন অনুযায়ী কিছুটা প্র্যাকটিস করেত হবে। যত বেশি প্র্যাকটিস করবেন তত দ্রুত পরীক্ষায় খাতায় উত্তর করতে পারবেন।
BCS Preliminary Preparation Math এর টপিকসমূহ
প্রিলিমিনারি প্রিপারেশন গণিত এর জন্য যে সকল অংশ থেকে প্রশ্ন আসে তা হল পাটিগনিত, বীজগনিত এবং ত্রিকোনোমিতি।
১। পাটিগনিতের অংশ |
সংখ্যা ধারনা, বর্গমূল, ভগ্নাংশ, সরলীকরণ, গসাগু ও লসাগু, অনুপাত-সমানুপাত, মিশ্রণ, গড়, ঐকিক নিয়ম, ক্ষেত্রফল ও পরিমাপ, লাভ-ক্ষতি, সুদ কষা, সময়-দূরত্ব ও গতিবেগ। |
২। বীজগণিত অংশ |
বীজগনিতীয় রাশিমালা, বীজগনিতীয় সুত্রবলি, বীজগনিতীয় গসাগু- লসাগু- ভগ্নাংশ, অনুপাত-সমানুপাত, উৎপাদকে বিশ্লেষণ, সূচক, লগারিদম, সরল সমীকরণ ও সহ সমীকরণ, বহুপদী সমীকরণ, অসমতা, বিন্যাস সমাবেশ, ফাংশন, ধারা |
৩। জ্যামিতি অংশ |
জ্যামিতির মৌলিক বিষয়, বৃত্ত, বগুভূজ, চতুর্ভুজ, ত্রিভূজ, ত্রিকোনোমিতি, ঘন জ্যামিতি |
৪। মানসিক দক্ষতা |
সময় নির্ণায়ক অভীক্ষা, ঘড়ি ও গতি বিষয়ক অভীক্ষা, সিরিজ সম্পন্নকরন, মনস্তত্ত্ব ও বুদ্ধিমত্তা, রক্তের সম্পর্ক নির্ণয়, বিবিধ |
উপরের লিস্টের প্রতিটা টপিক ভালভাবে আয়ত্ত করতে হবে। তবে কোন বিষয় একেবারে না বুঝলে তা নিয়ে সময় নষ্ট করা যাবে না। সাথে বিগত সালের প্রশ্নগুলার সমাধান করতে হবে। একই সাথে ওই রিলেটেড আরও যে সকল প্রশ্ন আছে সেগুলাও সমাধান করতে হবে।
কিভাবে বিসিএস প্রিলিমিনারি গণিত প্রিপারেশন নিবেন
গনিতে ভাল করার জন্য দরকার বেশি বেশি প্র্যাকটিস। আর অংকের বেসিক ভাল করার জন্য একটু সময় নিয়ে প্রিপারেশন নিতে হবে। বিশেষ করে ক্লাস সিক্স থেকে একাদশ শ্রেণী পর্যন্ত বিসিএস এর সিলেবাসে যেগুলা আছে, তা যদি সমাধান করা যায় তাহলে কোন গাইড বই না পড়লেও চলবে। কিন্তু স্বল্প সময় প্রিপারেশনের জন্য একটা গাইড বই ফলো করা জরুরি।
আর মূল পরীক্ষার আগে অবশ্যই যে কোন গাইড বই থেকে বিগত সালের প্রশ্ন সমাধান করে নিতে হবে। কেননা বিগত সালের প্রশ্ন থেকে মাঝে মাঝে কমন আসে। আর প্রশ্ন সমাধান করলে নিজের কনফিডেন্সও কিছুটা বাড়বে।
Preparation Math এর জন্য কোন বই ফলো করবেন
কোন বই পড়ার আগে বিসিএস সিলেবাসটা ভালভাবে দেখে নিবেন। কেননা আপনাকে সিলেবাস অনুসারে প্রস্তুতি নিতে হবে। সবকিছু পড়ে মাথা নষ্ট করে কোন লাভ নেই। ক্লাস সিক্স থেকে দশম শ্রেণী পর্যন্ত যে সকল বিষয় সিলেবাসে রয়েছে, সেগুলা একবার করে প্র্যাকটিস করুন। এতে সময় একটু বেশি লাগলেও অনেক উপকারে আসবে। আর অংকে ভাল হলে এই বইগুলা না পড়লেও চলবে। পরীক্ষার তিন মাস আগে নতুন এডিশনের একটা গাইড বই কিনে নিন। আমার কাছে ওরাকল সিরিজের বইটা খুব ভাল লাগছে। বইটা অনেক সাজানো গোছানো এবং তথ্যবহুল। তাছাড়া আগের বছরের প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান করে দেয়া আছে। বইটি পুরা শেষ করুন এবং পরীক্ষার আগে সুত্রগুলা একবার করে চোখ বুলিয়ে যাবেন।
আমাদের সাইটে গণিত প্রিপারেশনের জন্য কয়েকটি বই আছে। চাইলে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন। গাইড বইটা বিগত বছরের। তবে কিছু বেসিক অংক বইও আছে যা সাড়া জীবন দরকার হতে পারে। আমার পছন্দের কয়টা বইলিস্ট দিলাম নিচে। বইগুলার অরিজিনাল ভার্সন রকমারিতে পাবেন।
- ওরাকল সিরিজের গানিতিক যুক্তি
- এমপিথ্রি ম্যাথ রিভিউ
- প্রফেসরস গণিত স্পেশাল
- জয়কলি ম্যাথ বই
বিসিএস প্রিলিমিনারি প্রিপারেশন গণিত বইসমূহ | ডাউনলোড |
বিসিএস প্রিলি গণিত এর জন্য বিশেষ কিছু টিপ্স
- অন্তত পরীক্ষার ৬ মাস আগে প্রিপারেশন শুরু করুন।
- বোর্ড বইগুলা ভালভাবে সমাধান করুন।
- প্রতিদিন অন্তত দুই ঘন্টা অংক প্র্যাকটিস করুন।
- ক্যাল্কুলেটর এর উপর নির্ভরতা কমান।
- ২০ এর ঘর পর্যন্ত নামতা মুখস্ত করুন।
- পরীক্ষার তিন মাস আগে একটা গাইড বই কিনে পড়তে থাকুন।
- হলে যাবার পূর্বে সূত্রগুলা একবার করে দেখে যান।
- অংকের জন্য আলাদা খাতা রাখুন এবং কঠিন অংশ বেশি প্রকাটিস করুন।
- যদি কোন অংশ একেবারেই না বুঝেন, তাহলে ঐ অংশ বাদ দিন।
- পরীক্ষার খাতায় আন্দাজে কোন অংকের উত্তর দিবেন না।
- অন্য পার্ট থেকে সময় বাচিয়ে অংকে বেশি সময় দিন।
- অন্যের উত্তর দেখে কখনই দাগাবেন না
বিসিএস প্রিলিমিনারি তে টিকতে হলে এখনি পড়ায় লেগে পরুন। আর প্রিলি সহয়ক সকল বই আমাদের সাইট All Jobs BD থেকে ডাউনলোড করে নিন। আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন সবার আগে সকল চাকরির আপডেট পেতে।