Sponsored Links
BCS Preparation

বিসিএস প্রিলিমিনারি প্রিপারেশন বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি

[adToAppearHere]

বিসিএস প্রিলিমিনারি প্রিপারেশন বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলির জন্য শুরতেই সিলেবাসটা বোঝা দরকার। এর জন্য BPSC এর সাইট থেকে আসল সিলেবাসটা ডাউনলোড করে নিন। সিলেবাসটা ভালভাবে পড়ুন। কেননা সিলেবাস না বুঝলে পাহাড় সমান পড়া  মনে হতে পারে। প্রিলিতে বাংলাদেশ অংশে ২০ নাম্বার এবং আন্তর্জাতিক অংশে ১৫ নাম্বার এর প্রশ্ন আসে। নিজের পড়ার রুটিনটাকে সিলেবাস অনুযায়ী সাজান।

বিসিএস প্রিলিমিনারি প্রিপারেশন বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলির

প্রথমেই  সিলেবাসটা দেখুন। যেখানে আপনার দুর্বলতা  আছে যে বিষয়গুলা মার্ক করুন এবং ঐ বিষয়ের প্রতি বেশি গুরুত্ব দিন। প্রিলিতে ৬০% এর উপরে নাম্বার  পেলেই পাশ  করা  যায়, তাই সিলেবাস দেখে ঘাবরাবেন না। পড়া শুরু করার জন্য  একটা বুকলিস্ট বানান। এক্ষেত্রে যে কোন একটা প্রকাশনীর বই ফলো করলেই হবে। আর সংবিধান অংশ আলাদা একটা বই ও  সাম্প্রতিক অংশের জন্য মাসিক কারেন্ট  ওয়াল্ড  বা অ্যাফেয়ার্স পড়ুন।

বিসিএস প্রিলিমিনারি প্রিপারেশন বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলির টপিকসমূহ

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলীর যে  সকল অংশ থেকে প্রশ্ন আসে তা  মধ্যে কিছু পার্টের তথ্য নিয়মিত পরিবর্তন হতে থাকে। প্রতি বছর নতুন নতুন তথ্য আসে যেগুলা মুখস্ত করা লাগে। তাই পুরাতন বই বাদ দিয়ে নতুন এডিশনের বই ফলো করা জরুরি।

বাংলাদেশ বিষয়াবলির সিলেবাস

  • বাংলাদেশের জাতীয় বিষয়াবলী
  • কৃষি সম্পদ
  • জনসংখ্যা
  • অর্থনীতি
  • শিল্প ও বাণিজ্য
  • সংবিধান
  • সরকার ব্যাবস্থা
  • রাজনৈতিক ব্যাবস্থা

আন্তর্জাতিক বিষয়াবলির সিলেবাস

  • আন্তর্জাতিক  নিরাপত্তা ও আন্তরাষ্ট্রীয় সম্পর্ক
  • আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা
  • কূটনীতি ও পরিবেশ ইস্যু
  • আন্তর্জাতিক সংগঠন
  • সাম্প্রতিক ঘটনাসমূহ
  • বৈশ্বিক ইতিহাস
  • ভূরাজনীতি

প্রতিটা অংশ থেকেই প্রশ্ন আসে। ডিটেইলস সিলেবাস পিএসসি এর সাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমি উপরে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করেছি। আর গাইড বইগুলাতেও সিলেবাস দেয়া আছে। তাই একটা গাইড বই কিনে নিতে  পারেন ।

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলির জন্য কোন বই  ফলো করবেন

বাংলাদেশ  ও আন্তর্জাতিক এর সিলেবাস তুলনামূলকভাবে অন্য অংশের তুলনায় অনেক বড়। তবে  নিয়মিত পড়লে এই অংশ থেকেও ভাল নাম্বার তোলা সম্ভব। এই জন্য সঠিক নির্দেশনা দরকার হয়। বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলীর প্রিপারেশনের জন্য বই পড়ার পাশাপাশি পত্রিকা পড়ার অভ্যাসও জরুরি। বিভিন্ন ফেসবুক গ্রুপে অনেক আপডেট তথ্য দিয়ে থাকে নিয়মিত। এইগুলা পড়তে গেলে অনেক সময় নষ্ট হবে। বরং মাসে একটা কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে এবং পত্রিকা পড়লে সাম্প্রতিক এর জন্য অতিরিক্ত কিছু পড়া লাগবে না।

সংবিধান এর জন্য বাজারে আরিফুর রহমান এর একটা বই আছে, সংগ্রহ করে নিন। কেননা এই অংশ থেকে কম পক্ষে ৩ টা প্রশ্ন আসবে। আর অন্য অংশের জন্য নাইম হোসেন স্যারের বেসিক ভিউ বইটা ফলো করতে পারেন। Basic View তে বাংলাদেশ, আন্তর্জাতিক , ভূগোল এবং নৈতিকতা ও সুশাসন এর চারটি অংশই রয়েছে। অর্থাৎ এক বইয়ে ৭০ নাম্বারের প্রিপারেশন নিতে পারবেন। নিচে বইগুলার একটা তালিকা দেয়া হল। বইগুলা রকমারি বা আপনার আশেপাশের কোন লাইব্রেরি থেকে কিনে নিতে পারেন। এছাড়াও আমাদের সাইটে কিছু ফ্রি বই আছে। ডাউনলোড করে নিন নিচে দেয়া লিংক থেকে।

  1. Basic View (Preli)
  2. সংবিধান – আরিফুর রহমান
  3. মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স
  4. জয়কলি নৈতিকতা ও সুশাসন
BCS Preli বাংলাদেশ বিষয়াবলি বই Download
BCS Preli আন্তর্জাতিক বিষয়াবলি বই Download

বিশেষ পরামর্শ

  • অবশ্যই নতুন এডিশনের বই পড়বেন, এই দুই পার্টের তথ্য নিয়মিত পরিবর্তন হয়।
  • কোন চাকরি বা পার্ট টাইম জব না থাকলে ৬ মাস সময় হাতে নিয়ে পড়তে বসুন।
  • জব থাকলে ১ বছরের প্লান করে পড়ুন।
  • দুইটা পার্ট এ প্রতিদিন অন্তত তিন ঘন্টা সময় দিন।
  • বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ের জন্য আলাদা খাতা তৈরি করুন।
  • দৈনিক পত্রিকা পড়ুন।
  • নতুন তথ্যগুলা খাতায় টুকে রাখুন
  • পরীক্ষার আগে খাতাটা অবশ্যই রিভিশন দিয়ে যাবেন।
  • প্রতিটা অংশ কয়েকবার রিভিশন দিন।
  • বিগত সালের প্রশ্নে সমাধান করুন
  • মূল পরীক্ষায় যাবার আগে পুরা সিলেবাস রিভিশন দিয়ে হলে যাবেন

যদিও সিলেবাস অনেক বড়, কিন্তু বুদ্ধিমত্তার সাথে প্রিপারেশন নিলে অনেক ভাল নাম্বার তোলা সম্ভব। প্রিলি পরীক্ষায় কোন পাশ নাম্বার নেই, তাই এই নিয়ে টেনশন করবেন না। টার্গেট রাখবেন ২০০ নাম্বারের মধ্যে ১২০+ নামবার তোলা। তাহলে প্রিলিতে উত্তীর্ণ হওয়ার নিশ্চয়তা পাবেন। প্রিলি সম্পর্কিত সকল প্রকার বই আমাদে সাইট All Jobs BD থেকে ডাউনলোড করে নিতে পারেন ফ্রিতে। লেখাটি পড়ার জন্য ধন্যবাদ। আশা করি আপনি বিসিএস প্রিলিতে উত্তীর্ণ হবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button