Sponsored Links
Job Circular

43rd BCS Circular 2020 । ৪৩ তম বিসিএস বিজ্ঞপ্তি

[adToAppearHere]

43rd BCS Circular 2020 প্রকাশ হয়েছে সম্প্রতি। মোট ১৮১৪ টি পদে লোক  নিয়োগ করা হবে। গত ৩১ নভেম্বর ২০২০ বিপিএসসি এর সাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। দীর্ঘ প্রতীক্ষার পর সবার মনে আশার আলো ছড়িয়েছে এই সার্কুলার। কেননা ৪১ তম বিসিএস প্রিলি পরক্ষার আগেই আরেকটি বিজ্ঞপ্তি। অর্থাৎ এক প্রিপারেশনেই দুইটি পরীক্ষা দেবার সুযোগ পাওয়া  যাচ্ছে। তাই নিজেকে পরিক্ষার জন্য এখনি প্রস্তুত করতে শুরু করুন।

43rd BCS Circular 2020

বিসিএস ক্যাডার বাংলাদেশের সবচেয়ে সম্মানজনক  চাকরি। প্রতি বছর বাংলাদেশের প্রায়  ২০০০ জন সিভিল সার্জন নিয়োগ হয়। এই সামান্য পদের বিপরীতে প্রায় চার থেকে  পাঁচ লক্ষ প্রতিযোগী থাকে। তাই চাকরি পাওয়া একটু মুশকিল। তবে নিজে যোগ্য হলে অসম্ভব কিছু নয়। গত ৪১ তম বিসিএস প্রিলি এখনো হয় নি। অথচ 42nd ও 43 rd BCS Circular এসে গেছে। এখনি সময়  এই সম্মানজনক চাকরির জন্য প্রিপারেশন শুরু করা।

৪৩ তম বিসিএস বিজ্ঞপ্তি পর্যালোচনা

  • বিজ্ঞপ্তি প্রকাশকঃ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন
  • মোট পদঃ ১৮১৪
  • বয়সঃ ১৮ থেকে ৩০ বছর
  • চাকরির ধরনঃ ফুল টাইম
  • আবেদন শুরুঃ ৩০ ডিসেম্বর ২০২০ ( সকাল দশটা)
  • আবেদন শেষঃ ৩১ জানুয়ারি ২০২১  ( বিকাল পাঁচটা )
  • শিক্ষাগত যোগ্যতাঃ সার্কুলার দেখুন
  • অফিসিয়াল সাইটঃ www.bpsc.gov.bd

শিক্ষাগত যোগ্যতা ও অযোগ্যতা

প্রতিটা পদের বিপরীতে  আবেদনের যোগ্যতা সার্কুলারে দেয়া আছে। একজন প্রার্থী সাধারন এবং টেকনিক্যাল উভয় ক্যাটাগরিতে আবেদন করতে পারবে। তবে  টেকনিক্যাল ক্যটাগরিতে আবেদন করতে হলে ঐ বিষয়ে তার একাডেমিক সার্টিফিকেট থাকতে হবে।  বয়সের ক্ষেত্রে কোন প্রকার এফিডেভিট চলবে না। শুধুমাত্র মুক্তিযোদ্ধার কোটাধারীদের জন্য আবেদনের  বয়স ৩২ বছর। উচ্চতা, ওজন, বুকের মাপ সহ আরও কিছু নির্দেশনা আছে বিসিএস পুলিশ, আনসার ও অন্যান্য পদের জন্য। তাই পুরা বিজ্ঞপ্তিটি ভালভাবে পড়ুন।

বিসিএস প্রিলি পরীক্ষার সিলেবাস

BCS Preli Exam এ জন্য ২০০ নাম্বারের এমসিকিউ থাকবে। নিচে কোন কোন বিষয়ের উপর প্রশ্ন থাকবে তা দেখে নিন।

  • ইংরেজি ভাষা ও সাহিত্য
  • বাংলা ভাষা ও সাহিত্য
  • সাধারন গনিত ও মানসিক দক্ষতা
  • ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
  • নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
  • বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী
  • সাধারন বিজ্ঞান

বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস

প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ হলেই লিখিত পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ পাবে। মোট ১১০০ নাম্বারের পরিক্ষার সিলেবাস নিচে দেয়া হল।

  • বাংলা
  • ইংরেজি
  • বাংলাদেশ বিষয়াবলী
  • আন্তর্জাতিক বিষয়াবলী
  • গানিতিক যুক্তি ও মানসিক দক্ষতা
  • সাধারন বিজ্ঞান বা সারভিসের জন্য সংশ্লিষ্ট বিষয়

43rd BCS আবেদন পদ্ধতি

৪৩ তম বিসিএস পরীক্ষার আবেদন ফরম অনলাইনে পুরন করতে হবে। যথাযথভাবে নিয়ম মেনে আবেদন করলে টাকা জমা দেওয়ার জন্য একটা আইডি প্রদান করা হবে।একজন প্রার্থী তিনটি ক্যাটাগরিতে আবেদন করতে পারবে।  (১) সাধারন ক্যাডার, (২) টেকনিক্যাল ক্যাডার, (৩) উভয় ক্যাডার। আবেদনের জন্য ৩০০*৩০০ Pixel সাইজের রঙ্গিন ছবি এবং  300 * 80 Pixel সাইজের সিগনেচার লাগবে। আবেদন শেষ হলে ৭০০ টাকা আবেদন ফি টেলিটক মোবাইলের মাধ্যমে প্রদান করতে হবে।

43rd BCS Circular 2020

অফিসিয়াল সাইট www.bpsc.gov.bd
ফুল সার্কুলার (পিডিএফ ফাইল) Download
আবেদন করুন Apply

বিশেষ নির্দেশনা

পরিক্ষায় কোন প্রকার অসাদুপায় গ্রহন করা চলবে না। ধরা পড়ে আইন অনুযাইয়ী ব্যবস্থা গ্রহন করবে বিপিএসসি। পরীক্ষার আবেদন ফি ৭০০ টাকার পরিবর্তে ১০০ টাকা দেবার জন্য কোটা না থাকার পরও কোটায় আবেদন করলে তা বাতিল হয়ে যাবে। শেষ সময়ে আবেদনের অপেক্ষায় না থেকে এখনি কাজটা সেরে ফেলুন। শেষের দিকে সার্ভারে অনেক ঝামেলা হয়।

সকল প্রকার চাকরি সার্কুলার আপডেট, নতুন নতুন চাকরি বিজ্ঞপ্তি, বিসিএস সার্কুলার, New Job Circular BD, Govt Job Circular Bangladesh, BCS Job Circular, BCS Exam Books, Non Cadre Books, Bank Job Books সহ সকল প্রকার চাকরি সহয়তা পেতে আমাদের সাইট All Jobs BD তে ভিজিট করুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button