Sponsored Links
News

40তম রিটেন পরীক্ষার ফলাফল (বিসিএস) প্রকাশ হবে ডিসেম্বরেই

[adToAppearHere]

40তম রিটেন পরীক্ষার ফলাফল অতি শীঘ্রই প্রকাশ হতে যাচ্ছে। পিএসসি সংশ্লিষ্ট একাধিক সূত্র এই তথ্য প্রকাশ করেছে। প্রায় এক বছর আগে ৪০ তম বিসিএস এর লিখিত  পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু করনার কারনে সব কিছু স্থবির থাকায় রেজাল্ট প্রকাশ করা সম্ভব হয় নাই। এছাড়াও ৩৮ তম বিসিএস পরীক্ষা থেকে খাতা মূল্যায়নের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আসেছে। একটা খাতা বিশেষ ক্ষেত্রে ৩ জন যাচাই করে থাকে। যে কারনে আরও একটু দেরি হচ্ছে।

40তম রিটেন পরীক্ষার ফলাফল

ভাইরাস মহামারীর কারনে পিএসসির অনেক কার্যক্রম স্থবির ছিল। যে কারনে অতি শিগ্রই একটি জরুরি সভা অনুষ্ঠিত হবে। সেখানেই সিদ্ধান্ত হবে কবে রেজাল্ট প্রকাশ করা হবে। ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী চল্লিশ তম বিসিএস এ অংশগ্রহন করে এবং ২০ হাজার প্রার্থী প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ হয়। এই বিশ হাজার প্রার্থী প্রায় এক বছর ধরে অপেক্ষা করছে রেজাল্টের জন্য।

৪০ তম বিসিএস পর্যালোচনা

  • মোট পরীক্ষার্থীঃ ৪১২৫৩২ জন
  • প্রিলি পরীক্ষায় উত্তীর্ণঃ ২০২৭৭ জন
  • মোট পদ সংখ্যাঃ ১৯০৩ টি
  • প্রশাসন ক্যাডারঃ ২০০ টি পদ
  • পুলিশ ক্যাডারঃ ৭২
  • পররাষ্ট্র ক্যাডারঃ ২৪
  • আবগারি শুল্কঃ ৩২
  • শিক্ষা ক্যাডারঃ ৮০০
অফিসিয়াল সাইট লিংক বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

এদিকে ৪০ তম লিখিত পরীক্ষার ফল প্রকাশ না করেই এবং ৪১ তম প্রিলি পরীক্ষা না নিয়েই ৪২ও ৪৩ তম প্রিলি সার্কুলার প্রকাশ করেছে পিএসসি। তাই শিক্ষার্থীরা কিছুটা বিচলিত। তবে বিপিএসসি যে আশার খবর  শুনিয়েছে তাতে সবাই খুশি হয়েছে। সবার জন্য শুভকামনা রইল। ( সুত্রঃ প্রথম আলো)

আমাদের সাইট সকল  প্রকার চাকরি সার্কুলার আপডেট ও খবর প্রকার করে থাকে। যেমন বিসিএস সার্কুলার, ব্যাংক জব সার্কুলার, নন ক্যাডার সার্কুলার, New Job Circular, Latest Govt Job Circular, BD New Job এবং BCS Preparation Books, Bank Job Preparation Books সহ সকল প্রকার চাকরি পরীক্ষার বই আছে আমাদের সাইট All Jobs BD তে। সবার আগে সর্বশেষ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন, ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button