Sponsored Links
টেক

৫টি সেরা ফাইল শেয়ারিং এবং স্টোরেজ সার্ভিস

[adToAppearHere]

৫টি সেরা ফাইল শেয়ারিং এবং স্টোরেজ সার্ভিস নিয়ে আজকে আলোচনা করব। তথ্য রাখা বা স্টোর করার জন্য সবচেয়ে নিরাপদ উপায় হল ক্লাউড স্টোরেজ। কেননা হার্ড ডিস্ক বা কম্পিউটারে কোন তথ্য রাখলে তা নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে মূল্যবান তথ্য হারিয়ে যাবার সম্ভাবনা রয়েছে।  কিন্তু অনলাইনে সংরক্ষন করলে তা নষ্ট হবার সম্ভাবনা নেই। এছাড়াও পৃথিবীর যে কোন জায়গা থেকে এই ফাইলে এক্সেস করা যায়। আমাদের আজকের টপিকে ক্লাউড স্টোরেজ বা অনলাইন ফাইল শেয়ারিং নিয়ে আলোচনা করব।

৫টি সেরা ফাইল শেয়ারিং এবং স্টোরেজ সার্ভিস

অনলাইনে নিজের ডাটা বার যে কোন তথ্য যেমন গান, ভিডিও সহ সকল ধরনের ডকুমেন্ট সংরক্ষণ করার উপায়কেই ক্লাউড স্টোরেজ বলে। এই সকল তথ্য ক্লাউড কোম্পানির সার্ভারে সংরক্ষণ করা থাকে। ইউজার চাইলে যে কোন সময় তা এক্সেস করতে পারে। এই সেবা অনেক ধরনের কোম্পানি দিয়ে থাকে। কোন কোম্পানি ফ্রিতে আবার কোন কোম্পানি টাকার বিনিময়ে দিয়ে থাকে। আমার দেখা সেরা ৫ ক্লাউড স্টোরেজ গুলার লিস্ট নিচে দিলাম।

  1. Icedrive – মোবাইল স্টোরেজ এর জন্য সেরা
  2. Google Drive – সেরা ফ্রি স্টোরেজ সার্ভিস
  3. pCloud – সেরা ক্লাউড স্টোরেজ সার্ভিস লাইটাইম এক্সেস
  4. OneDrive  – পিসি ব্যবহারকারীদের জন্য সেরা
  5. Dropbox – জনপ্রিয় ক্লাউড সার্ভিস

৫টি সেরা ফাইল শেয়ারিং

Icedrive

আমার দেখা সেরা ক্লাউড স্টোরেজ হল Icedrive। এই কোম্পানি ফ্রি এবং পেইড উভয় সার্ভিস দিয়ে থাকে। আপনি চাইলে কম্পিউটার ও মোবাইল এ্যাপ দিয়েও একাউন্টে লগ ইন করতে পারেন। মোবাইল এপ্লিকেশনে অসাধারণ কিছু ফিচার রয়েছে যা আপনার কাজকে অনেক সহজ করে দিবে। Icedrive মাসিক, বার্ষিক এবং লাইফটাইম প্যাকেজ অফার করে। এর গুরুত্ব পূর্ণ ফিচার নিচে দিলাম।

  • সবচেয়ে নিরাপদ
  • ফ্রি প্যাকেজঃ ৫ জিবি
  • ফাইল এডিট করা যাবে।
  • ফাইল আপলোড এবং শেয়ার করা যাবে  মোবাইল অ্যাপ দিয়ে।

Google Drive

সেরা ফ্রি ক্লাউড  স্টোরেজ সার্ভিস হল গুগল ড্রাইভ। এছাড়াও এই ডাইভ হতে ফাইল ডাউনলোড এবং শেয়ার  করা অনেক সহজ। এই ড্রাইভের তথ্যগুলা আপনি সহজের ডাউনলোড ছাড়া দেখতে পারবেন এবং এডিট করতে পারবেন। তবে এর ইন্টারফেস একটু  জটিল লেগেছে আমার কাছে। আপনি চাইলে ব্যবহার করতে পারেন।

  • ব্যক্তিগত ব্যবহারের  জন্য সেরা
  • ফ্রি স্টোরেজ ১৫ জিবি
  • প্রিমিয়াম সুবিধাও আছে
  • তথ্য নিরাপদ থাকে

pCloud

আপনি যদি  সারা জীবনের জন্য ক্লাউড স্টোরেজ কিনতে চান তাহলে এই কোম্পানি আপনার জন্য সেরা। ১৭৫ ডলারে ৫০০ জিবি এবং ৩৫০ ডলারে  ২ টেরা বাইট স্টোরেজ পাবেন। ফ্রি সেবা  নিতে চাইলেও নিতে পারবেন  তবে তা মাত্র ৫ জিবি। ইন্ট্রারফেসটা দেখতে অসাধারণ, অনেকটা কম্পিউটারের  আলাদা ড্রাইভ মনে হবে।

  • সহজ ইন্টারফেস
  • ফ্রি সেবা ৫ জিবি
  • সহজেই শেয়ার করা, ডাউনলোড করা যায়
  • প্রিমিয়াম প্যাকেজ আজীবন মেয়াদ

OneDrive

মাইক্রোসফট এর  onedrive দারুন একটা ক্লাউড স্টোরেজ সার্ভিস।  আপনি যদি উইন্ডোস অপারেটিং সিস্টেম এর  ব্যবহার করে থাকেন তাহলে onedrive খুব ভাল একটা চয়েস  হবে। onedrive এর পিসি সফটওয়ার রয়েছে যার মাধ্যমে অটোমেটিক পিসির ফাইল আপলোড  করতে পারবেন। ফ্রি  এবং প্রিমিয়াম উভয় ধরনের প্যাকেজ অফার করে  ওয়ান ড্রাইভ। তবে প্রিমিয়াম প্যাকেজ এর রেট অন্যদের  তুলনায় বেশি।

  • ফ্রি  স্টোরেজ ৫ জিবি
  • অটো ব্যাকআপ
  • অফলাইন  এক্সেস
  • সহজেই ডকুমেন্ট ভিউ করা যায়

Dropbox

সবচেয়ে জনপ্রিয় ক্লাউড স্টোরেজ সেবা  হল dropbox । তবে ফাইল শেয়ারিং করার ক্ষেত্রে কিছুটা  অসুবিধা আছে। ফ্রি একাউন্টের জন্য প্রতিদিন ডাউনলোড করার একটা লিমিট দেয়া আছে। লিমিট  অতিক্রম করলে ফাইল  ডাউনলোড  করা যায় না। এছাড়াও একাউন্ট সাসপেন্ড হওয়ার ঝুকি  আছে।

  • ফ্রি  স্টোরেজ ২ জিবি
  • অনেক পুরাতন কোম্পানি
  • পিসি  এবং মোবাইল এপ্লিকেশন রয়েছে

উপরে  বর্ণনা করা ৫ টি কোম্পানির  মধ্যে ফ্রি সেবা গ্রহন করার জন্য গুগল ডাইভ অনেক  ভাল। তবে প্রিমিয়াম প্যাকেজ ব্যবহার করতে চাইলে pCloud ব্যবহার  করে  পারেন। কেননা ১৫ জিবি ফ্রি স্টোরেজ অন্য কোন কোম্পানি দিবে না, আবার pCloud এর মত অল্প টাকায় লাইফটাইম এক্সেস অন্য  কোন কোম্পানিতে পাবেন না। আর্টিকেলটি পড়ার  জন্য ধন্যবাদ। All  Jobs BD  এর ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন নতুন  পোস্টগুলার নটিফিকেশন পেতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button