Sponsored Links
News

৪৩তম প্রিলি পরীক্ষার সম্ভাব্য তারিখ। বিস্তারিত পড়ুন।

[adToAppearHere]

৪৩তম প্রিলি পরীক্ষার সম্ভাব্য তারিখ নিয়ে সকলের মনে সংশয় রয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সম্প্রতি ৪২ ও ৪৩ তম বিসিএস সার্কুলার প্রকাশ করেছে। ৪২ স্পেশাল হবে এবং এতে শুধু ২০০০ জন সহকারি সার্জন হিসেবে নিয়োগ পাবেন। অন্যদিকে ৪৩ বিসিএস এ সাধারন, টেকনিক্যাল ও প্রফেশনাল ক্যাটাগরিতে নিয়োগ হবে।

৪৩তম প্রিলি পরীক্ষার সম্ভাব্য তারিখ

পরীক্ষার তারিখ নিয়ে ঝামেলা সৃষ্টি হবার কারন হচ্ছে এখনও ৪১ তম প্রিলি পরিক্ষা অনুষ্ঠিত হয় নি। তার পর আবার ৪০ তম রিটেন পরীক্ষার ফলাফল এখনো প্রকাশ করা হয় নাই। কিন্তু এর পর নতুন দুইটি বিসিএস এস সার্কুলার আসে গেছে। এছাড়াও পিএসসির নতুন চেয়ারম্যান নিয়োগ ও ভাইরাস মহামারীর কারনে সবকিছু একটু ধীর গতিতে চলছে।

আবেদন শুরুর তারিখ

৩০ ডিসেম্বর ২০২০ তারিখ থেকে ৪৩ তম বিসিএস পরীক্ষার আবেদন শুরু  হবে। ত্রিশ ডিসেম্বর সকাল দশটায় আবেদন শুরু হয়ে শেষ হবে ৩১ জানুয়ারি ২০২১ বিকাল পাঁচটা। শেষ সময়ের জন্য আপেক্ষা না করে শুরুর দিকেই আবেদন করে ফেলুন, কেননা শেষের দিকে সার্ভারে অনেক ঝামেলা হয়।

প্রিলি পরীক্ষার তারিখ

সারকুলারে বলা আছে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে আগামী মার্চ মাসে এবং ৪২ তম প্রিলি ফেব্রুয়ারিতে। তবে এই সম্ভাবনা খুবই কম বলে সকলের ধারনা।  কেননা ৪১ তম প্রিলি পরীক্ষার পর ৪৩ তম প্রিলিমিনারি অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে জুলাই আগস্টের দিকে এই প্রিলি হবার সম্ভাবনা রয়েছে। হাতে বেশ কিছু সময় রয়েছে। তাই পরীক্ষার প্রস্তুতু এখনি শুরু করতে পারেন।

প্রিলি পরীক্ষার বিষয়

  • বাংলা ভাষা ও সাহিত্য (৩৫)
  • ইংরেজি ভাষা ও সাহিত্য (৩৫)
  • বাংলাদেশ বিষয়াবলী (৩০)
  • আন্তর্জাতিক বিষয়াবলী (২০)
  • গাণিতিক যুক্তি (১৫)
  • মানসিক দক্ষতা (১৫)
  • সাধারন বিজ্ঞান (১৫)
  • কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি (১৫)
  • ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা (১০)
  • নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন (১০)

পিলিমিনারি পরীক্ষার মানবন্টন

মোট ২০০ নাম্বারের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটা সঠিক উত্তরের জন্য প্রার্থী পাবে ১ নাম্বার কিন্তু ভুল উত্তরের জন্য ০.৫ নাম্বার কাটা যাবে। তাই সঠিক  উত্তর জেনে তবেই উত্তরপত্র ভরাট করতে হবে। পরীক্ষার সম্পূর্ণ নির্দেশনা বিপিএসসি এর ওয়বসাইটে পাবেন।

  • মোট নাম্বারঃ ২০০
  • প্রশ্ন সংখ্যা ২০০
  • সঠিক উত্তরে পাবেনঃ   ১ নাম্বার
  • ভুল উত্তরে পাবেনঃ -০.৫ নাম্বার ( নেগেটিভ ০.৫)

 

পরীক্ষা সংক্রান্ত সকল সহয়তা পেতে আমাদের সাইট All Jobs BD তে দৈনিক ভিজিট করুন। কেননা প্রতিদিন আমরা বিভিন্ন পরীক্ষার সার্কুলার, ফলাফল ও সহায়ক বই নিয়ে আর্টিকেল প্রকাশ করে থাকি। বিসিএস সার্কুলার, ব্যাংক জব সার্কুলার, নন ক্যাডার জব সার্কুলার, প্রাইমারি টিচার জব সার্কুলার এবং BCS Preparation Books, Bank Preparation Books সহ সকল প্রকার বইও পাবেন আমাদের ফেসবুক পেজটাও ফলো  করে রাখুন সকল ধরনের পোস্টের নটিফিকেশন পেতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button