১১-২০ তম গ্রেডের পরীক্ষার সিলেবাস পরিবর্তন

[adToAppearHere]
১১-২০ তম গ্রেডের পরীক্ষা সম্পর্কে গুরুত্বপূর্ণ একটা নোটিশ প্রকাশ করেছে। বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয় এ সংক্রান্ত একটা নোটিশ প্রকাশ করে গত ২৪ নভেম্বর ২০২০ তারিখে। এই নোটিশ কার্যকর হলে পরীক্ষার সিলেবাসে কিছুটা পরিবর্তন আসতে পারে।
১১-২০ তম গ্রেডের পরীক্ষার সিলেবাস পরিবর্তন
২৪ নভেম্বর ২০২০ তারিখে অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ১১ -২০ তম গ্রেডের চাকরি পরীক্ষার নিয়োগ সংক্রান্ত কার্যক্রম কোন পাবলিক/ বেসরকারি বিশ্ববিদ্যালয় বা অন্য কোন প্রতিষ্ঠান দিয়ে আউটসোর্সিং পদ্ধতিতে বাছাই করা যাবে না। এছাড়াও বাছাই কার্যক্রম পরিচালনার জন্য কোন প্রকার বরাদ্দ মন্ত্রণালয় দিবে না। তাই আগামী পরীক্ষাগুলার সিলেবাসে যে পরিবর্তন হবে কিছুটা তা ধারনা করা হচ্ছে। নিচে বিজ্ঞপ্তিটার একটা ছবি দেয়া আছে।
কে নিবে ১১ -২০ তম গ্রেডের পরীক্ষা
যেহেতু আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ বাতিলের সিদ্ধান্ত হয়েছে, তাই আগামী পরীক্ষাগুলা পিএসসি নিবে বলে ধারনা করা হচ্ছে। যুগান্তরের তথ্যমতে আগামীতে পিএসসিতে একটা পোল গঠিত হবে এই সংক্রান্ত নিয়োগ বিষয়ে।
পরীক্ষা প্রস্তুতি
পূর্বে বিভিন্ন অধিদপ্তর বিভিন্ন সিলেবাসে পরীক্ষা নিত। এতে আলাদা ধরনের প্রস্তুতি নিতে হত প্রতিটা পরিক্ষার জন্য। যা সময় এবং মেধার অপচয়। বিএসসি যদি এক্সাম নিতে থাকে, তাহলে প্রস্তুতি হিসেবে জব সল্যুশন পড়লেই হবে। তবে ভালভাবে প্রস্তুতির জন্য পিএসসির সিলেবাস অনুযায়ী প্রস্তুতি নিলে ভাল হবে।
প্রিলি পরীক্ষার সিলেবাস
প্রিলি এবং লিখিত পরীক্ষার বিষয়গুলা একই। প্রিলি পরীক্ষা হয় মোট ১০০ নাম্বারের। বিস্তারিত পাবেন BPSC এর সাইটে। নিচে প্রিলি পরীক্ষার জন্য বিষয়বস্তু নাম দেখে নিন।
- বাংলা (২৫)
- ইংরেজি (২৫)
- গণিত (১৫)
- বংলাদেশ বিষয়াবলী (১৫)
- আন্তর্জাতিক বিষয়াবলী (১০)
- দৈনন্দিন বিজ্ঞান (১০)
লিখিত পরীক্ষার সিলেবাস
- বাংলা (৪০)
- ইংরেজি (৪০)
- সাধারণ জ্ঞান (৪০)
- প্রাসঙ্গিক টেকনিক্যাল (৮০)
মানবন্টন
পরীক্ষার প্রার্থী সংখ্যা ১০০০ এর বেশি হলে তবেই প্রিলি পরীক্ষা হবে। তা না হলে সরাসরি লিখিত হবে।
- প্রিলি পরীক্ষার নাম্বারঃ ১০০ ( সময় ১ ঘন্টা)
- লিখিত পরীক্ষার নাম্বারঃ ২০০ ( সময় ৪ ঘন্টা)
পরীক্ষার প্রস্তুতি বিষয়ক সকল প্রকার সহায়তা পেতে আমাদের সাইট All Jobs BD তে ভিজিট করুন। আমারা চাকরি সহয়ক বিভিন্ন ধরনের বই এবং সকল প্রকার চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি, আমাদের ফেসবুক পেজটাও ফলো করে রাখুন। পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ।