পোষ্য কোটা বাতিলের দাবি প্রাথমিক শিক্ষক নিয়োগে

[adToAppearHere]
পোষ্য কোটা বাতিলের দাবি নিয়ে হাইকোর্টে আবেদন করেছে এক শিক্ষার্থী। নারী ও পোষ্য কোটা প্রথম চাকরিতে বাতিল হলেও দ্বিতীয় ও তৃতীয় শ্রেনীতে রয়েই গেছে। সম্প্রতি প্রাথমিকে সহকারি শিক্ষক নিয়োগের লক্ষে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। যেহেতু এই নিয়োগে পোষ্য কোটা রয়েছে, তাই পরীক্ষার্থীরা আদালতে রিট করে তা বাতিলের জন্য।
পোষ্য কোটা বাতিলের দাবি প্রাথমিক শিক্ষক নিয়োগে
কোটা আন্দোলনের ফলে প্রথম ও দ্বিতীয় শ্রেনীর সকল পদ হতে কোটা বাতিল হয়। কিন্তু অন্য সকল শ্রেনীতে এখনো কোটা বহাল রয়েছে। বিশেষ করে প্রাথমিক শিক্ষক নিয়োগ, রেলে নিয়োগ ইত্যাদি। কিন্তু কোটার কারনে মেধাবীরা অনেক বঞ্চিত হচ্ছে। অথচ বাংলাদেশের বিশিষ্ট জনের মতে বাংলাদেশের সংবিধানের এই কোটার কোন যৌতিকতা নেই। সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমার স্যার এর মতে এখনই সময় এই কোটা পদ্ধতি বাতিল করে মেধাবীদের সুযোগ দেয়া।
গত ১৬ নভেম্বর এই কোটা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন আইনজীবী একলাছ উদ্দিন ভূইয়া, মো. তারেক রহমান নামে এক ব্যাক্তির পক্ষে। তার মতে এই কোটার কারনে সাধারণ মেধাবীরা অনেক ক্ষতিগ্রস্থ হচ্ছে। প্রাথমিকে শিক্ষক নিয়োগে ৬০% নারী কোটা, ২০% পোষ্য কোটা এবং ২০% সাধারনের জন্য। অথচ অনগ্রসর কিংবা প্রতিবন্ধীদের জন্য কোন কোটা বরাদ্দ নেই প্রাথমিকে। এই কোটা পদ্ধতির জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ ছেলেরা।
প্রাথমিক শিক্ষক নিয়োগের বিস্তারিত
- মোট পদঃ ২৫৬৩০ ( প্রাক প্রাথমিক), ৬৯৪৭ (প্রাথমিক)
- আবেদনকারীর সংখ্যাঃ প্রায় ১০ লক্ষ
- পরীক্ষার সম্ভাব্য তারিখঃ পরে জানানো হবে
- সর্বশেষ নিয়োগঃ ২০১৮ সালে
- গ্রেডঃ ১৩ তম
- বেতনঃ ১১০০০-২৬৫৯০ টাকা
- আবেদন করতে পারবেন নাঃ রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান জেলার প্রার্থী
পরীক্ষার সিলেবাস
- বাংলা (২০)
- ইংরেজি (২০)
- গণিত (২০)
- সাধারণ জ্ঞান, দৈনন্দিন বিজ্ঞান, কম্পিউটার (২০)
চাকরি বিষয়ক সকল প্রকার সহযোগীতা পেতে আমাদের সাইট All Jobs BD ভিজিট করুন। এখানে আপডেট চাকরি বিজ্ঞপ্তি, চাকরি সহায়ক বই এবং খবর প্রকাশ করা হয়। সকল চাকরি নোটিশ সবার আগে জানতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন, ধন্যবাদ।